আমি মুসলিম,ইসলাম আমার ধর্ম।
           চির সত্য আমি,
           পুণ্য আমার কর্ম।


আমি মুসলিম মুহাম্মাদের উম্মত।
            আল্লাহকে ছাড়া কাউকে ডরিনা,
            বক্ষে অফুরন্ত হিম্মত।


আমি মুসলিম,কে বলে আমায় ব্যর্থ?
             নিখিল বিশ্ব প্রণাম করে,
             সারা জাহানই আমার তীর্থ।


আমি মুসলিম,নির্ভীক আমার বক্ষ।
         উড়ন্ত বলাকা আমি,
         স্বাধীনতা আমার লক্ষ্য।


মুসলিম আমি চির অম্লান,অভ্রচূড়া।
         যত আছে ভন্ড-নিয়ামক,
         করিব তাদের মাতৃহারা।


আমি মুসলিম,অগ্নি,বর্শা-বল্লম।
         চির বিপ্লবী আমি-
         কবি নজরুলের অবন্ধ্য কলম।


আমি ইতালির ভয়ংকর ভিসুভিয়াস।
           চির অমৃত আমি,
           নিবাসি কবিলাস।


আমি হিমালয়ের পুঞ্জিভূত বরফ খন্ড।
         আমি মুসলিম মহা বীর,
         হিমাগ্নি নরকাদন্ড।


আমি হযরত নূহের অডুবন্ত নৌকা।
         মুসলিম আমি বিশ্বজয়ী,
         ছিনিবো বিশ্ব লঙ্কা।


আমি বীর আলীর তরবারী ঝঙ্কার।
         আমি মুসলিম সারা-
         বিশ্বের মহা ডঙ্কার।


আমি মুসলিম উঠিব গগণান্তে।
           মহাত্রাস আমি,সর্ব শত্রু
           দলিবে মোর পদ-পান্তে।


আমি মুসলিম মহারণ্যের ব্যগ্র গর্জন।
          মুসলিম আমি ধরার বুকে,
          এটাই মহা-অর্জন।


মুসলিম আমি,তাই চির গর্বিত।
             মহা অধিকারী আমি,
             শিখিনি হতে কভু বঞ্চিত।


আমি মুসলিম,দোজাহানে মহিমান্বিত।
             যত কপট-ভণ্ড-শয়তান,
            মোগো পানে ভঞ্জিত।