গোধূলি বেলায় এসো মোর প্রিয়া
          রাখো হাত মোর হাতে,
দেখব আকাশ মনের সুখে
          দুজনে মিলে একসাথে।


মৃদু হাওয়ায় দুলবে তখন
           দীঘল তোমার কেশ,
ঐ কেশ দেখলে একটিবার
           চোখ জুড়াবে বেশ!


সাঁঝের বেলার নরম আভা
           পড়বে তোমার মুখে,
ঐ মুখ দেখে প্রাণটা আমার
           ভরে যাবে সুখে।


তোমার পরশ পাবো যখন
           ছুটবে খুশির বান,
তারই আশায় বসে আছে
            অবুঝ এক প্রাণ।


আসবে তুমি সন্নিকটেে
         বসবে আমার পাশে,
হাতটি ধরে হারাবো দুজন
         দূর অজানার দেশে।


এরই পরে শুনব মোরা
         অচেনা বাঁশির সুর,
সেই সুরেতে মগ্ন হয়ে
          হারাব,দূর থেকে বহুদূর।


যাও যদি ছেড়ে একলা আমারে
           গহীন অন্ধকারে,
তবুও এ মন স্মরিবে তোমারে
           স্মরিবেই বারে বারে।।