স্বাধীনতা তুমি পরাস্ত
তোমার অস্ত যাবার পালা
রক্তে রাঙানো বক্ষে তোমার
সাজিয়েছে কাঁটার মালা।


পুষ্প তোমার শুকিয়ে গেছে
সুগন্ধ গেছে মরে
গাঁথে না মালা সুতোর ডোরে
কুড়ায়না শিশির ভোরে।


তুমি বক্ষ পেতে নিরবে কেঁদে
সয়েছো নিচ্ছো আঘাত
তাল গাছের ন্যায় নিরবে দাড়িয়ে
দেখে যাও দিন রাত।


হৃদপিন্ড তোমার ছিড়িয়া খাচ্ছে
দাঁত কিটমিট করে
চামড়া ছিলে নিচ্ছে গিলে
ঝলসে আগুনে পুরে।


মাংস খেকো জানোয়ারের দল
আঁড়চোখে ফেলে দৃষ্টি
অন্তরে তার শকুনের রুপ
মুখে ঝরেছে মিষ্টি।


রাজনীতির কালো ছত্রছায়ায়
মানুষ হয়েছে পশু
হাতে অস্ত্র ছিঁড়ে বস্ত্র
বাদ পরেনী বুড়ি শিশু।


আইনের চোখ আড়াল করিয়ে
অপরাধ চলে হরদম
ঈর্ষায় জ্বলে আঘাত করিতে
ছুঁড়েছে এসিড বোম।


শিক্ষাঙ্গন ও আজ নয় মুক্ত
সন্ত্রাসীতে পরিপূর্ন
বুক ফুলিয়ে তবু ও বলছে
ধন্য মোরা ধন্য।


মুছে দিয়েছে সভ্যতার কথা
ইতিহাস হয়েছে ডিজিটাল
কুশিক্ষায় ভরা মুন্ডু নিয়ে
জ্ঞানীরা আজ মাতাল।


পতাকা টানিয়ে ব্যানার বানিয়ে
দেখায় দেশের প্রেম
অর্থ লুটিয়ে পালায় গুটিয়ে
খেলে যায় কত গেম।


সন্ত্রাসীরাও নেতা হয়েছে
দুহাতে করছে লোপাট
মামলার খাতা হচ্ছে গাঁদা
বন্ধ বিচারের কপাট।