যার নেই সেই বোঝে শুধু
তার কষ্ট কতটা খানি
আমার মতো এ যন্ত্রণায়
কত লোক আছে না জানি।


দু হাত তুলে প্রার্থনা করো
যিনি এ জগতের পিতা
হৃদয় দিয়ে কাঁদিয়ে চাও তব
তার সনে করো মিতা।


তিনি চাইলে দিতে পারে ভরে
তোমার খালি ঝুলি
গভীর রজনীতে বসে যাও তবে
চাওনা দু হাত তুলি।


বাড়ির উঠানে পাড়ার মাঠে
খেলা করে ছেলে মেয়ে
কোলে তুলে নিতে বড় সাধ জাগে
দুটি পা এগিয়ে গিয়ে।


হৃদয়ের মাঝে ভয় জাগে তাই
বলে যদি কেউ কিছু
সংশয়েতে ব্যাথা মন নিয়ে ফিরি
সরে আসি দু পা পিছু।


দিনের শেষে কর্ম সেরে
ফিরে আসি যখন ঘরে
কেউ আসেনা বাবা বাবা বলে
খালি বুক দেয়না ভরে।


বয়সের ভারে চুল দাড়ি গুলো
হয়ে গেছে সাদা কালো
আমার ঘরে আমাবস্যা রইল
সবার ঘরে জ্বলে আলো।


হাটু গোড়ালি কোমড়ের ব্যাথা
ধীরে ধীরে যাচ্ছে বেড়ে
মনে হয় আজ আত্মার দূত
আসছে আমাকে তেড়ে।


তাই যদি হয় নেই তবে ভয়
মৃত্যু দিবেনা হাতছানি
আমার মৃত্যু সাত দিন প্রভাতে
কে দিবে কবরে পানি?