কেউ নেই আজ ভরা মাঠেতে
কাঠ ফাটা বেলা দুপুর
শুকিয়ে গেছে মাঠ ঘাট নদী
খাল বিল নালা পুকুর।


ফসলের জমিটা শুকনো প্রায়
পুড়েছে ধানের ডগা
উড়ে চলেছে তৃষ্ণার লাগি
দাড় কাক বগি বগা।


অঝরে ঝরেছে দেহের ঘর্ম
তৃষ্ণায় ফাটে বুক
ছুটে চলে যাই গভীর নলকূপে
ভিজে নেই পোড়া মুখ।


আকাশের পানে চেয়ে বলি প্রভু
দাওনা বৃষ্টির জল
তোমার করুণায় বেঁচে যাবে মানুষ
পশু পাখি বৃক্ষ ফসল।