চন্দ্র নন্দন বাসুদেব অনিলের
সারি সারি জ্বলছে চিতা
কেউ নাই তাদের পাশে আজি
কে পড়বে মন্ত্র গীতা।


বিছানায় ধুকে পচে মরেছে
কেউ করেনি সেবা
নিথর দেহ আজ চিতার আগে
স্নান করবে তার কেবা।


কে দিবে তার মুখে অগ্নি
ঘট বাঁধার নেই কেহ
গঙ্গায় ভাসানোর কেউ নাই ভবে
ভস্মীভূত তার দেহ।


সারাটি জীবন বয়ে গেল বোঝা
আহারে বোকা নন্দন
যাবার কালে ছুঁইল না কেউ
করিলো না কেউ ক্রন্দন।


আপন জনেরে কত কি করল
দাড়িয়েছে যাদের পাশে
আজ অবধি শেষ বিদায়ে
কেউ না কাছে তার আসে।


পয়সা দিয়ে মানুষ পোষেছে
কেউ হয়নি তব আপন
প্রেম দিয়েছে উজার করে যাদের
করলো কেউ লাশ বহন।


যাবার বেলায় রেখে গেল সবই
বাড়ি গাড়ি আর সন্তান
বেওয়ারিশ ভাবে দহন হলো
সাক্ষী রইল মহাশ্মশান।