সভ্যতা আজ বিলীন হয়েছে
অপসংস্কৃতি করেছে গ্রাস
নৈতিকতার মূল্যবোধ মরেছে
লোকালয়ে শয়তানের বাস।


ছিন্ন হয়েছে ভালবাসা বাসি
শিক্ষাকে করেছে বলাৎকার
বিবেক বর্জিত সমাজকে দেখে
গগন ও চেয়ে করে চিৎকার।


কি চলন -আচরন !
ছিঃ কি নোংরা ভাষা লেখা!
জগন্য লেখা রুচিবোধ হীন
চোখে যায়না যা দেখা।


এটা কি বিদ্যালয় ?
যেখানে আলোকিত হয় জ্ঞানের দ্বারায়
এমন অশ্লীল কথা লেখা নেই বোধয়
পতিতা বেশ্যা পাড়ায়।


মুখ ফিরিয়ে নেয় ভদ্র সমাজ
ঘৃনায় ছিটায় থুথু
পারেনা কইতে নাপারে সইতে
মনে মনে মারে জুতো।


বিদায় কালে শোনা গেছে কত
কেঁদে ভেসেছে কচি মুখ
গলাগলি ধরে আহাজারি করেছে
কষ্টে ফেটেছে বুক।


আর বোধয় হবেনা দেখা
এমন সোনার জীবন
লেখা থাকবে সোনায় মুড়িয়ে
বারে বারে হবে স্মরণ।


কত হাসি-কান্না মাঝে কেটেছে
স্বাদের বিদ্যালয়ে
নিচু মাথাটা হয়নী উচু
শ্রদ্ধাভক্তি আর ভয়ে।


বিদায়ের বেলায় থামেনী কান্না
বন্ধু-বান্ধব শিক্ষা গুরু
তাহারা ছিলেন অধিক আপন
শিক্ষা যেখানে শুরু।


পাল্টে গিয়েছে সেসব রীতি
বদলে গেছে সময়
শ্রদ্ধাভক্তির নিথর দেহ আজ
মৃত অবস্থায় ঘুমায়।