পাশে বসে বউ ঝালমুড়ি,
টুক-টাক করে চিবোতেই..
ভালবাসে আর এক
পরদেশী যৌবনের গান।
তবু কালঘাম ঝড়ানোর পরে,
বুকের হাড় গুলোন-
গুনে-গুনে লিপস্টিক মেখে,
লম্বা একটা চুমুর লোভে
পুতুলনাচে হা-মুখো
যৌবনের কেচ্ছা।
সরকার বদলের মতো,
শুধু মিছিলের রং বদলায়।
তবু কালার টিবিটা
ছেড়ে দিয়ে 'গান্ডু' দেখা:
অস্কারের জন্য হরতাল!
বানচাল ফুলসজ্যা:
ঝান্ডা বদলে গেলেই
ফুলসজ্যার বিছানা
বদলে যায়,বদলে যায়
জাতীয় পতাকা।
নারীকে দেখার চোখ:
কখোন ও দেবি ,
কখনও বেশ্যা
প্রয়োজনের দাড়ি পাল্লায়
ওরা বেঁচে থাকে কথা বলে ।
বেঁচে থাকতে ঘাম ঝড়ায়!
প্রয়জনে মরে-বাঁচে ওরা ...
ওরা তবু উদবাস্তু: