নামটি মামার জগলুল
কেউবা বলে জাগলার,
সকাল সন্ধ্যা লিখছে ছড়া
কামটা দেখো পাগলার!


অন্যে যখন ছন্দ নিয়ে
থাকে ভীষণ দ্বন্দ্বে,
মামায় তখন ছড়া লিখে
জাদুকরী ছন্দে।


এক নিমিষেই কেমনে যেন
মামায় ছড়া বান্ধে,
তাই না দেখে কেউবা হাসে
কেউবা আবার কান্দে।


ভেংচি কেটে বলে ছড়া
আসতে পারি জান দে,
মামার ছড়ার ভুবন এখন
জমিন থেকে চান্দে।


*বি.দ্র. [জাগলার মানে বাজিকর বা জাদুকর]