চাকচিক্যের ঢাকা সিটি
গ্রাম থেকে রাজধানী,
ছুটে চলে সকাল সন্ধ্যা
কর্মব্যস্ত প্রাণ খানি।


লুট-চুরি বাটপারি আছে
আছে জীবন সংগ্রাম
পরাজিত সেনা ভাবে
ভালো ছিলো আমার গ্রাম।


স্নেহ ভালোবাসা ছিলো
ছিলো নাতো কোলাহল
আদর মাখা পরশ ছিলো
ব্যথায় ছিলো চোখে জল।


আর কি ফিরে পাবো সেই
মধুর গ্রামীণ প্রীতি
মানসপটে ভাসে আজও
সেই সে সুখের স্মৃতি।