আমি বিজয় দেখিনি
শুনেছি বিজয়ের কথা,
একাত্তুরে এনেছে বিজয়
সংগ্রামী জনতা।


বিদ্রোহী জনতা সেদিন
জীবন-মরণ সংগ্রামে,
দেশের জন্য জীবনটাকে
বাজি রেখে পথে নামে।


তাই আমরা স্বাধীন আজ
বিজয় উল্লাসে,
প্রতি বছর মেতে উঠি
ডিসেম্বর মাসে।


সালাম জানাই শতবার
সুখে থেকো তাঁরা,
জীবনটাকে বিলিয়ে দিয়েছে
একাত্তুরে যারা।


বি.দ্র. ছড়াটি লিটিল ম্যাগাজিন কাঠবিড়ালি এর বিজয় দিবস, ১৪ সংখ্যায় প্রকাশিত