মশা মশা মশা
করছে করুণ দশা,
শুষে দেহের রক্ত
হয় না তবু ভক্ত।


রক্ত খেয়ে বিনিময়ে
দিয়ে যায় জীবাণু,
অসুখ নিয়ে মলিন মুখে
সোনা মানিক জানু।


হয় না তবু মায়া ওদের
রক্ত চোষা মশা,
তাইতো করি নিপাত দিয়ে
সুযোগ বুঝে ঘষা।