ঈদ এসেছে ধরার বুকে
নেইতো সীমা আনন্দে,
হইহুল্লোড় চারিদিকে আর
ঘুরছে সবাই সানন্দে।


ছেলে-বুড়ো সবার মাঝেই
খুশির জোয়ার তা ধিন ধিন,
নাচবে ধরা এই খুশিতে
এক এক করে তিন তিন দিন।

পায়েস পোলাও রান্না হবে
চলবে মজার ভূরিভোজ,
কিন্তু যাদের হাতটা খালি
কে নিবে ভাই তাদের খোঁজ?


ঈদের খোশ বিলিয়ে দেবো
মন থেকে এই করি জিদ,
গরীব দুখি সবাই মিলে
একসাথে আজ করবো ঈদ।


তবেই পাবো ঈদের খুশি
পাবো খাঁটি আনন্দ,
হৃদয় মাঝে শান্তি পাবো
ঘুচবে মনে যা দ্বন্দ্ব।