শোকের মাসে স্মৃতির পাতায়
কান্না ভেজা কষ্ট,
হয়নি দেখা নিজ চোখে তা
তাও হৃদয়ে পষ্ট।


ঘাতক ওরা পাখির মত
করলো গুলি বুকে,
মাটির ‘পরে লুটিয়ে পড়ে
বুলেট যখন ঠুকে।


রক্ত ভেজা বঙ্গবন্ধু
সাথে লুটায় স্বজন,
শুনলে ওসব চোখ ভিজে না
এমন আছেন ক’জন!


ছড়াটি বাংলাদেশ সময় পত্রিকায় ১৫।০৮।২০১৫ তারিখে প্রকাশিত