হাট থেকে আজ আনছি কিনে
মস্ত ইয়া গরু খাঁসি,
দুদিন বাদেই জবাই হবে
সবার মুখে ফুটবে হাসি।


কেউবা কিনে হাজার আবার
কেউবা কিনে লক্ষ টাকায়,
লক্ষ টাকায় কিনেও তবু
মন ভরে না গরম ঢাকায়।


যুগটা এমন আজ বাদে কাল
লাগবে টাকা কোটি কোটি,
কারো আবার হয় না কেনা
শতেক টাকার বাটি ঘটি।


ঈদের দিনেও হাত পেতে রয়
কেউ যদি দেয় একটুখানি,
তাই দিয়ে বেশ ঈদটা যাবে
ঘুছবে মনের দুঃখ গ্লানি।


আসুন সবাই হাতটা বাড়াই
ওদের প্রতি অবিরত,
তবেই হবে পালন করা
কুরবানির ঐ মহান ব্রত।


দৈনিক বাংলাদেশ সময় পত্রিকায় 24.09.2015 তারিখে প্রকাশিত