হেমন্তের ঐ ভোরের শিশির
সূর্যি মামার উদয়ে,
যায় মিলিয়ে, হাওয়ায় উড়ে
দূর আকাশে মেঘ হয়ে।


কৃষাণ যখন মাঠের পানে
কাস্তে হাতে যায় ছুটে,
ঘরের কোণায় ধানের গোলায়
মিষ্টি হাসির ফুল ফুটে।


মৌমাছিরাও যায় ছুটে যায়
মধুর টানে মাঠ পানে,
মৌচাকেতে জমাট মধু
ধরার বুকে সুখ আনে।


হাওয়ায় হাওয়ায় দুষ্টুমিতে
ছোট্ট সোনার দিন কাটে,
এমনি করেই কাটুক সবার
আনন্দেরই সিন হাটে।