প্রতিবছর একটি বারই
আসি ঘুরে ফিরে,
বাদানুবাদ করে অনেক
সবাই আমায় ঘিরে।


মাগফেরাতের দেই যে দাওয়াত
প্রতি ঘরে ঘরে,
মুমিন লোকে সেই খুশীতে
রবকে তাদের স্মরে।


কেহ দেখ আমায় পেতে
নানান অংক কষে,
কেহ আবার সাধন করে
অন্তিম আশরায় বসে।


আকুল হয়ে কেঁদে কেটে
আমায় পেলো যারা,
রবের ইচ্ছায় মাগফিরাতের
সনদ পাবেই তারা।


আমি হলাম অমূল্য ধন
যে চিনে সে বুঝে,
সবার কাছে প্রশ্ন আমার
বলো তো আমি কে?