ঝি কিংবা রানি, হইনা কেনো যেই,
মৃত্যুর স্বাদ নিতেই হবে, কারো রেহাই নেই।
যতই থাকুক প্রজার সারি, অঢেল রাজত্ব,
সময়কালে দিবই পাড়ি টিকবেনা স্বত্ব।
সাদা কিংবা কালো,পাতলা কিংবা ভারি,
পাবোনা যে রক্ষা কভু করলেও আহাজারি।
সুখী কিংবা দুঃখী,
সুঠাম দেহের অধিকারী,কিংবা চিররোগী,
কারোর ও যে নাইরে ক্ষমা হোকনা সেরা যোগী।
রূপ, যৌবনে উপচে পড়া সুন্দরী নারী,
কিংবা ধরো শতবর্ষী থুত্থুরে বুড়ি,
সময় হলে অজানাতে দিতেই হবে পাড়ি।
চিরকালের বদমেজাজি কিংবা মিষ্টভাষী
কারোর-ই যে নাইরে ছুটি আসে মৃত্যু হাসি।
থাকতে বেঁচে সাধের তনুর যত্নের নাই শেষ
মরলে পরে ভুলে কায়া চিরচেনা বেশ।
স্বজন, বন্ধু আসে রেখে আসল ঠিকানায়
মাটির দেহ অনায়াসে, মাটি গিলে খায়।


বিঃদ্র- উৎসর্গ সদ্য প্রয়াত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে,উনার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।