পুরানো একটা ডালে বসে থাকা সুখ পাখি টা
একদিন উড়াল দিল
উড়তে উড়তে কি মনে করে যেন অন্য একটা ডালে যেয়ে থেমে গেল
নতুন ডাল তাকে পেয়ে নানা ভাবে স্বাগত জানাল
পাখিটা ও খুব খুসি হল, নতুন ডালের ভালোবাসা দেখে
দিন যাচ্ছে ভাল লাগা ও বাড়ছে
সুখ পাখিটা  নতুন ডালের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত
ঘুরে বেড়াতো
হঠাৎ সুখ পাখিটার ইচ্ছা হল সে নতুন ডালে বাসা বাধবে
কিন্তু
নতুন ডালের আপত্তি কেন ?
নতুন ডালের আপত্তিতে বাসা বাধা হল না সুখ পাখিটির
কিন্তু এত ভালোবাসার পরে ও ?
সুখ পাখিটি কস্ট পেল
অনেক কস্ট অভিমান নিয়ে ফিরে গেল
সুখ পাখি ফিরে এল তার পুরান ডালে
ঠিক আগের মত ই আছে সব কিছু
পুরান ডালটি অনেক আয়োজন করে তাকে
গ্রহন করে নি ঠিক ই
তারপর ও গ্রহন করে নিল
আর তাকে নতুন ভাবে ভালবাসতে শুরু করল ।
হয়ত আবার কখন
ইচ্ছা হলে ই উড়াল দিবে সুখ পাখি
পুরান ডাল টি
তারপরে , তারপরে ও ভালোবাসে ।