আমি ছেড়েই দিয়েছি সে আশা
যে তুমি ফিরবে
ঘড়ির কাটা গুলো এখন ও বাজে
থেমে গেলে হয়ত
সে আশা অনেক আগেই থেমে যেত
রাত যত বাড়ে ঘড়ির কাটার শব্দ ও
তত জরে কানে বাজে
মাঝে মাঝে শব্দ শুনে তাকাই
একটা একটা করে কাটা সরে
ক্রমশই সরে আসে সে সম্ভবনা
তোমার ফেরার ।
আমি ছেড়েই দিয়েছি তোমার আশা
তুমি আবার আসবে
এসে বলবে
দিপু আমার চন্দ্র মল্লিকা গাছ কই ?
আমি ছেড়েই দিয়েছি সে আশা
তোমার চন্দ্র মল্লিকা গাছ জীবিত ই আছে
কিন্তু ফুল আর ফোটে নি
তুমি আসনি নি বলে সেই অভিমানে
দিন কে দিন আমি ছেড়েই দিয়েছি সে আশা
তোমার ফেরার আশা ।