দুঃখ ঢেকে সুখ প্রদর্শন।
শরীর ছেড়ে মনের বিরোধ ।


অসহয় নিথর দেহ একাই খেলে লোক দেখানো খেলা -
এ যেন সং সেজে মাঠে নামা।
মানুষের দুঃখের ভার একাই কাঁধে নেওয়া ;
অথচ কেউ জানেনা মাঠটা সামান্য ফাঁকা হলেই সে কাঁদে মন খুলে।
চিৎকার করে ।
তাই সে ফাঁকা মাঠ খুঁজে
ফাঁকা মাঠ পেলে
একাই কাঁদে একাই হাসে ।