তুমি শুধু আমার প্রেয়সী নও।
নও আমার ভাললাগা।
তুমি শুধু আমার সঙ্গী নও।
নও আমার স্বপ্ন, নও আশা।
কে তুমি?
তুমি আমার স্তব্ধ বেদনা।
আমার হৃদয়ের নীরব ভাষা।
তুমি আমার শব্দ,আমার ছন্দ-
আমার কবিতা।
তুমি জীবনানন্দের বনলতা।
কবির কল্পনা।
তুমি গভীর রাতে,বুকের চিনচিনে ব্যথা।
তুমি চাঁপার কলি।
গন্ধম ফল গিলে খাও তুমি।
আদমের হাওয়া।
বাইশ বছর বয়সী যুবকের ভালবাসা।
তুমি আমার গল্পের নায়িকা নও।
তুমি নও সুহাসিনী।
নও প্রিয় দ্বীপ, নও দারুচিনি।
কে তুমি?
তুমি ট্রয়ের ধ্বংসের কারন।
তুমি- হেক্টর,একিলিসের মৃত্যুর কারন।
তুমি রামায়ণের জানকী সতী?
দেবদাসের সুরা ভর্তি গ্লাসে-
ডুবে থাকা পার্বতী?
তুমি রজনীগন্ধার সুবাস।
নৈরাশ্যবাদীর বেঁচে থাকার আশ।
চন্ডিদাসের রজকিনী তুমি।
হিমুর নম্র রুপা।
অপুর জীবনে হৈমন্তী তুমি।
আনন্দে ঝড়া অশ্রুকনা।
কে তুমি?
তুমি কাকাতুয়া পাখি,কোকিলের সুর।
সবুজ প্রান্তর তুমি,গভীর সমুদ্দুর।
তুমি আমার নিশ্বাসে মিশে থাকা,
একফোঁটা ভাললাগা।
আমার অক্সিজেন তুমি।
ছাতি ফাটা রোদে, মিটাও পিপাসা।
পূর্ণিমা রাতে জোছনা তুমি।
আঁধারে আলোর ভরসা।
তুমি শুধুই তুমি,
বাইশ বছর বয়সী যুবকের ভালবাসা।