টুকরো জাদুর সুতোয় কিছু বাঁধতে চেয়েছিলাম।
এভাবে আঙুল কেটে যাবে, বুঝিনি।
শুধু দুনিয়া নয়, সব বিধান বদলাতে চেয়েছিলাম।
নিজেকে বদলাতে হবে ভাবিনি।
হিসেব কষতে বসেছিলাম।
শূন্যের দ্বিগুণ, তিনগুণ শূন্যই হয় বুঝিনি!
আমি কখনো বিজিত হইনি, হইনি পরাজিত।
আমি শিখেছি কেবল।
স্বপ্ন গুলো চোরাবালি সব।
মাটি চাপা পরে যায়, শত অনুভব!
সোনালী প্রভাতে বৃষ্টির দাগ।
মাটিতে আলপনা আঁকা।
হেসে উড়িয়ে দেয়া যায় সবকিছু?
এটা কি খুবই সোজা?
সহজই বটে!
হাসির দেয়ালের পেছনে কত কিছুই তো ঘটে।
আকাশ জুড়ে আলো ছিলো, পেছনে তারা।
আলো ধরতে গিয়েছিলাম- পেয়েছি শূন্যতা!