ভাল লাগেনা এই মিথ্যে অভিনয়।
কত আর জ্বালা এপ্রানেতে সয়?
পাগল আমি, যাযাবর-ও বটে।
ভাল মন্দ অনেক কিছুই রটে।
ঘুড়তে থাকা বিকারগ্রস্ত,
একা জীবন নিয়ে।
হারিয়ে ফেলি বারবার আমি,
কিছু খুঁজতে গিয়ে।
নিঃসঙ্গতা করে আমায় গ্রাস,
আটকে যায় প্রায়ই নিশ্বাস।
আমি যেন উম্মাদ এক,
মিথ্যে স্বপ্নচারী।
ক্ষীণমতি আমার, শূন্যতা নিয়ে
করছি কাড়াকাড়ি।
ভবঘুরে হয়ে হেঁটে চলি আমি,
দূর হতে বহুদূর।
হঠাৎ-হঠাৎ গান গাই আমি,
সঙ্গী অচেনা সুর।
ঘুমিয়ে যাই আমি, যখন সময় জাগবার।
জেগে থাকি আমি, যখন সময়
নিদ্রাপুরে যাবার।