মানুষ আমি ভিক্ষুক নই,
তবু ভিক্ষা চাই।
ভিক্ষে ছাড়া কিবা করার?
দুনিয়ায় কেউ নাই!
ওপর-ওয়ালা দিয়েছিলো আমায়,
উপহার কালা জ্বর।
অভিমানে তাই নয়ন জোড়া,
আলোকে করেছে পর!
নয়নে আলো নেই আমার,
কি কাজ করি ভাই?
ক্ষুধার জ্বালা-বড় জ্বালা,
কেমনে যে মিটাই?
তিন দিন হলো আজ,
কিছুই খেতে পাইনি।
স্বজনরা সব তাড়িয়ে দিয়েছে,
সহজে ভিক্ষা চাইনি!
আপনারা তো বিরাট মানব,
বিশাল শিল্পপতি।
দূঃস্থকে কিছু ভিক্ষে দিলে,
কতোই বা হবে ক্ষতি?
শুনেছিলাম তো- কেউ নেই যার,
আছেন অন্তর্যামী।
তবুও কেন নয়নের জলে,
দিন কাটাই আমি?