তুমি কি দেখেছ বাংলার আকাশে
রক্তিম সূর্যের খেলা?
তুমি কি দেখেছ বাংলার বাতাসে
সোনারূপি ধুলির খেলা?
হয়তো দেখনি,দেখেও ভাবনি
সে কিরূপ মিলন মেলা-


তুমি কি দেখেছো বাংলার সলিলে
চন্দ্রের মিষ্টি আলো?
তুমি কি দেখেছ বাংলার কললে
হাজারও বৃহৎ বাংলো?
হয়তো দেখনি,দেখেও বাসনি
এ দেশকে কভূও ভালো-


তুমি কি দেখেছ বাংলার মানুষ
শমগুনে প্রীতিতে হাসে?
তুমি কি দেখেছ বাংলার ও পৌষ
সুকুমার হয়েই আসে?
হয়তো দেখনি,দেখেও বসনি
রূপময় বাংলার পাশে-


তুমি কি দেখেছ বাংলার বৃদ্ধ
যুবকের মতন চলে?
তুমি কি দেখেছ বাংলার যুদ্ধ
এখনও গল্প বলে?
হয়তো দেখনি,দেখেও মাননি
জন্মেও বাংলার কোলে-


তুমি কি দেখেছ বাংলার বদনে
সুকমল সুখের হাসি?
তুমি কি দেখেছ বাংলার মদনে
ফুলফোটে হাজার রাশি?
হয়তো দেখনি,দেখেও বোঝনি
প্রয়োজন তোমার ফাঁসি।।