পূর্বে মোরা ছিলেম ভীত
              এখন চতুর তাই,
মিথ্যার গান করে দুরহিত
              সত্যের গান গাই।


তখন মানিতাম শত শাসকের
              হাজার রকম নীতি,
শুনতে পাইনি কাজী নজরুলের
              সত্য ব্রত গীতি।


নজরুলের লেখা বিদ্রোহি কবিতা
              আমরা যখন পড়ি,
ছাত্র যুবক হয়ে সবিতা
              ঘাটে ভিড়াই তরী।


কিছু সময় জীবনটাকে
              সুখে রাখার জন্য,
সত্য খুঁজি একে একে
              ভেঙ্গে বন অরন্য।


সত্যটাকে করতে উদ্ধার
              হাতে নিয়ে অসি,
খুলিয়া মনের দ্বার
              মিথ্যার ধারে বসি।।