শিশুর সাথী মা আর বাবা
পাখির সাথী বন,
আমার সাথী মাতৃভূমি
অমূল্য এক ধন।


গাছের সাথী ফুল ও ফল
নদীর সাথী জল,
আমার সাথী মাতৃভূমির
পাখ-পাখালির দল।


শিল্পির সাথী রং আর তুলি
গায়কের সাথী গান,
আমার সাথী বঙ্গভূমি
মনের অনুমান।


মাঝির সাথী ডিঙি নৌকা
জ্ঞানীর সাথী বই,
আমার সাথী মাতৃভূমি
তাইতো পরে রই।


জলধির সাথী ঢেউ আর ঢেউ
গগনের সাথী নীল,
আমার সাথী বাংলাদেশের
হাওড়-বাওড় বিল।


দিনের সাথী আলো আর আলো
রাতের সাথী অন্ধকার,
আমার সাথী এদেশেরই
আশে পাশে চারিধার।


চাষির সাথী ফসল আর মাঠ
জেলের সাথী জাল
আমার সাথী বাংলা মায়ের
সোনালি সকাল।।