আঁখি নামের একটি চাঁদের
গর্ভে তে এক তাঁরা,
সেই খুশিতে মনটা আমার
ভিষণ পাগলপারা।


কি করবো আর কি করবো না
ভেবে না পাই কূল,
হাসনাহেনার গাছে যেনো
ফুটলো গোলাপ ফুল।


হাজার স্বপ্ন মনে এখন
বেরায় শুধু ঘুরে,
ইচ্ছে করে পাগলিটাকে
রাখবো না'কো দূরে।


বুকের ভেতর রাখবো বেঁধে
সারা রাত্রী দিন,
আশা পূরণ হয় না কারণ
কাঁধে অনেক ঋণ।


মাঝে মাঝেই যাই ছুটে তাই
দেখতে তারই মুখ,
কপাল আমার! দেখলে আমায়
কেঁদে ভাসায় বুক।


আর ক'টা দিন ধৈর্য্য ধরো
এই কথাটি বলে,
অনেক সাধের পাখিটাকে
আবার আসি ফেলে ।