তুমি জানো না, তোমাকে কতটা ভালোবাসি!
                  তোমার জন্য ঘর ছেড়েছি
                  আপন মানুষ পর করেছি,
                  রোদ বৃষ্টি হেলায় আমি
                  মাথার উপর সহ্য করেছি,
                  তোমায় দিতে সুখের ছোয়া
                  সম্মান হারার ভয় করিনি-
তুমি জানোই না, তোমাকে কতটা ভালোবাসি!
                  তোমার দুঃখ নিজের ভেবে
                  কত শত রাত কেঁদেছি,
                  তুমি কষ্ট পাবে ভেবে
                  শত কষ্টেও মুচকি হেসেছি,
                  যদিও দিয়েছ দুঃখ আমায়
                  তবুও তোমায় পর করিনি-
তুমি জানোই না, তোমাকে কতটা ভালোবাসি!
                  তুমি কিছু বায়না করলে
                  কষ্ট হলেও পূর্ণ করেছি,
                  তোমার জন্য শত্রুকেও
                  বুকের সাথে জাপটে ধরেছি,
                  তোমার আশায় মনের মাঝে
                  অন্য ছবি আঁকতে পারিনি-
তুমি জানবে কি করে?তোমাকে কতটা ভালোবাসি!
                  তোমার শোনার হয়নি সময়
                  আমি যা যা বলবো ভেবেছি,
                  তোমার পড়ার হয়নি সময়
                  আমি যে সব কাব্য লিখেছি,
                  তাই তোমাকে মনের কথা
                  আজও আমি বলতে পারিনি-
তুমি জানবে একদিন, তোমাকে কতটা ভালোবাসি!
                  যেদিন জেনে লাভ হবেনা
                  বলবে সেদিন-আজ জেনেছি,
                  উপায় যখন থাকবে না আর
                  বলবে তখন-হার মেনেছি,
                  থাকবো না’ক যেদিন আমি
                  ভাববে সেদিন-হাল ছাড়িনি-


উৎসর্গঃ যাকে ভালোবাসি
রচনা কালঃ ১০-০৯-২০১৭ ইং