কে তোমরা?-মাঝেমাঝে বয়ে চলো ঝড়ো হাওয়ার মতো,
                কোনো বাধাই যেন তোমাদের কাছে বাধা নয়,
                মনে হয় উন্মুক্ত দ্বার !


আমরা নবীন-আমরা কাহারও বাধা মানি না
                চলি মুক্তির সন্ধানে,
                যেখানে আছে অজস্র সুখ।
                আমরা চলি তাহাদের পথে-
                যাহারা মুক্তির জন্য জীবন দিয়ে
                হয়ে আছে জগতে অমর।
                আমরা কখনও পথ হারাই না,
                যে পথে আমরা চলি-
                সে পথ আমাদের চেনা মনে হয়।
                মনে হয়,এসেছিলাম বহুদিন-
                এই পথ ধরে, আমরা সবাই।
                আমরা ন্যায়ের প্রতিষ্ঠাতা,
                অন্যায়ের যম।
                আমরা চাই-
                শান্তি পূর্ন হোক বাংলাদেশ।।


তবে চলো-   আমিও আছি তোমাদের সাথে,
                অন্যায়ের বিরুদ্ধে দাড়াবো রুখে।
                কখনও কোনো ভয় আমাকে
                পারবেনা ছু’তে-
                অন্যায়কে করবো নির্মূল-
                খুজে নেবো মুক্তির পথ।।