শত দুঃখে হাসতে পারি
কষ্ট ভূলে থাকতে পারি
               গাইতে পারি গান,
মনের কথা বুঝতে পারি
হৃদয় মাঝে নাচতে পারি
               রাখতে পারি মান।


তোমার কথা শুনতে পারি
মায়ার জাল বুনতে পারি
               দিতে পারি ব্যাথা,
বিপদ এলে রুখতে পারি
ভবিষ্যতটাও দেখতে পারি
               খেতে পারি তিতা।


তোমায় ছেড়ে চলতে পারি
সকল খেলা খেলতে পারি
               করতে পারি ফান,
সহজে মন ভাঙতে পারি
ছলনা করে বলতে পারি
               তুমি আমার জান।


সত্যকেও ঢাকতে পারি
ভূলে আমি থাকতে পারি
               তোমার অভিমান,
অজানাকে জানতে পারি
সবার কথা মানতে পারি
               ছেড়ে তোমার গান।


নিজের কথা ভাবতে পারি
প্রয়োজনে নাবতে পারি
               গভীর সাগর জলে,
আর কারো ধার না ধারি
এখন আমি সবই পারি
               লোকে আমায় বলে।।