অর্পি তোমার মন ভালো নেই
খুব ভীষণ একলা লাগে?
কী হয়েছে কী দোষ চোখের
ভাবছো শ্রাবণরাত্রি জেগে !


সাতটি তারা দূর প্রবাসী
জ্যোৎস্না নিয়ে আকাশ কোণে
দু'চোখ ভেঙে কান্না তোমার
ঘুম আসে না কলের গানে?


যতই দ্বারে খিল এঁটেছো
রাগ অভিমান লুকোচুরি
জানলা বেয়ে চাঁদের উঁকি
কোন ষোড়শী কোন সে পরী।


এখনো কি থাকবে অমন
মন খারাপ কারোর একা
রাগ হবে না নিজের উপর
যখন লোকে বলবে বোকা !


তোমায় ছুঁ'লে প্রভাত ফুটে
স্বপ্নরঙিন ভোরের ডানায়
বিষাদ নিষাদ দাও উড়িয়ে
অর্পি তোমার দুঃখ মানায়?


০২০৫২০১৭
প্রফেসর'স লজ।