ক’দিন ধরেই বৃষ্টিভেজা
কলেজস্ট্রীটের বাড়িগুলো
জ্যোৎস্নার শহর মেঘের গানে
ভীষণ রকম অগোছালো ।।


তোমার খুঁজে চোখ হেটে যায়
কলোনিরোড দেওয়ানবাড়ি
পাড়ার মাঠে পথের ধুলোয়
গোপন কথার উড়োউড়ি


বাসার ছাদে ছুটাছুটি
চিলেকোঠা জ্বলছে রোদে
তোমায় দেখার ছলচাতুরী
ফুলকি ঝরায় নীরব ক্রোধে ।।


“হাওয়ায় উড়ে কাপড়গুলো
শুকনো যখন; আমার তখন
গেট পেরুলেই মহাবিপদ
জানো, মায়ের কড়া বারণ-


অকারণে বেরুতে নেই !
তবুও আমি বাহানা করে
শুকনো কাপড় রোজ ভিজিয়ে
ছাদে এসে শুকাতে দিই ।।”


হৃদয় পোড়ায়- তবুও যদি
আসো তুমি; স্বপ্ন-ডাঙায়,
তবুও যদি আসো তুমি-
ভরদুপুরে বিকেলবেলায় ।।


২৬০৩২০১৭
প্রফেসর’স লজ।