শুনছো রাণী?
নাহ- শুনি'নি!


চুপটি কেন?
এমনি যেন!


এমনি বুঝি?
কারণ খোঁজি?


খোঁজতে পারো!
বলবে আরো?


বলতে মানা?
তাও জানিনা।


আপত্তি যে!
প্রশ্নও বাজে?


প্রশ্ন কিসের?
উনিশ বিশের।


বলছো কি- তা?
হ্যাঁ, বন্ধ কথা!


শুনছো বউ!
চুপটি রও।


এই যেওনা
আর কথা না।


কী ও ঘরে?
দাঁড়াও সরে!


পালাও এবার!
জোরের বাহার?


তোমার কি নাই?
আছে তো ছাঁই।


রুক্ষ জবাব?
এটাই স্বভাব।


নতুন করে?
হতেও পারে!


এতোই রাগে?
নাহ- সোহাগে।


রাগ ছাড়ো না
ধুর, ছোঁবে না।


রাগলে তোমায়
ভীষণ মানায়।


বলছি না তা
একই কথা।


ওগো এ কি?
কাঁদছে খুকী!


এবার তো যাও-
বুকে জড়াও।


বাহ রে বাহা
সাইফা সুহা।


ডাকছে কেঁদে
দাও গে' সেধে!


যাওনা সোনা-
নাহ, যাবো না।


তা তো বটে,
কথাই মিঠে।


শুধু কথাই
জ্বী হ্যাঁ মশাই।


হাসছো দেখি!
কাঁদবো না কি?


রাগ যে ছিলে?
শেষ সমূলে।


আ' বাঁচা গেলো-
কপাল ভালো।


কিসের গুণে?
কান্না শুনে।


০৮০৪২০১৫
টিলাগড়।