ফুলমালা চেয়েছি’গো বাড়িয়ে দু’হাত
কাঁটার বলয় চিরে এলে পারিজাত !
পরাগ মিলনে সুখী ফুলের দোসর
চোখে বিঁধে কাঁটাবন ক্ষত মধুকর !
রুধিত প্রবাহে মিশে নীরবতা যত
খুন মেখে তরজনী লেখনীর মত
লিখে যায়- প্রিয়া তোমার স্বপ্ন বয়ান;
জনমে দু’টানা প্রেম বাড়ে পিছুটান।
ভালোবাসা না’ই দিলে ঘৃণাটুকু রেখো !
ভুলে যেও; চাও যদি কাছে দূরে থেকো।
যদি অগোচরে সখী ভালোবাসা ফোটে
কাঁটাবনে ফুল কুঁড়ি অভিমান টুটে !
স্বপ্ন সে’কি মিছে ছিলো কুসুম তনয়া
সোহাগের প্রেম জাগা পারিজাত প্রিয়া।


২০০৪২০১৫
টিলাগড়।