আয়   প্রভাতের সাথী
        হারানো সে মালা গাঁথি  
আয়   ধূলি মাখি গা’য়-


        আখি নীরে ভাসে স্মৃতি  
বল    এ কেমন পরিণতি
        আজো কাঁদি তা’য়-


আয়    প্রভাতের সাথী
আয়    ফিরে আয়!


        যাতনে কাটেনা বেলা
        বিধির গোপন খেলা
        বুঝিনি’তো হায়-


কেন   এ নিগূঢ় জ্বালা
        শরতের মেঘমালা
        দূরে উড়ে যায়-


আয়   রে, খেলার সাথী  
        অনুভবে আয়!


আমি    শুন্য নদীর তীরে
তোকে   আজো খুঁজে ফিরে
দেখ-    শোকগীতি গায়


        প্রভাতী স্নানের ভীড়ে
        অবরোধ দিলে নীড়ে  
তুই   হারালে কোথায়?
আয়   জনমের সাথী,
আয়   বুকে আয়!


        উড়ছে অতীতে ছাঁই
        দু’চোখ করে বোঝাই
        কুহেলী উষায়-


        বীণায় হলোনা ঠাঁই
        তবুও’তো গেয়ে যাই
        নিরস আশায়-


আয়    আড়ালের সাথী
         দিবালোকে আয়!


        গেলি চলে ফেলে একা
        মুছে দে হৃদের আঁকা
        বল দিবি সা’য়?


        সুখে থাক সুখ-সখা
        মলিন আমার শাখা
        তোরি শুন্যতায়-


আয়    রে, প্রাণের সাথী
         প্রাণে ফিরে আয়!


        ১২০৪২০১৩
        সেলিম বোর্ডিং।