এসেছিলো চাঁদবুড়ি উঠানের কোণে
এসেছিলো পথভোলা আকাশের তারা,
এসেছিলো বনফুল শাখার সোপানে
এসেছিলো ঝিরঝিরি পুবাল হাওয়ারা;
এসেছিলো মেঘপরী নীলিমার নীল
এসেছিলো পাঁচ সাত রাতজাগা পাখি,
এসেছিলো নদী জল শালুকের বিল
এসেছিলো রং মেখে হাজারো জোনাকি।
এসেছিলো ধানখেত সবুজ শিশির
এসেছিলো ঘাসফুলে নোলক পরিয়ে;
এসেছিলো একে একে পাহাড় প্রাচীর
এসেছিলো দশদিক, পৃথিবী মাতিয়ে-
এসেছিলো সেপ্টেম্বর- একুশ, একুশ
আসলে’না- শুধু তুমি, উড়িয়ে ফানুস।


২১০৯২০১৬
প্রফেসর’স লজ।