আমার কবর পাশে কেঁদো’না দাঁড়িয়ে
আমি তো ওখানে নেই; যাইনি ঘুমিয়ে ।
আমি হাজারো বায়ুর প্রবাহিত গতি
আমি তুষারের কোলে হীরকের জ্যোতি ।
আমি ফসলের গায়ে সোনালি রোদ্দুর
আমি শান্ত জলধারা শরতের সুর ।
যখন জাগবে তুমি স্তব্ধ কোন ভোরে
আমিই বিঁধবো বুকে নিক্ষেপিত শরে,
ঝাঁক-বাঁধা পাখিদের উড়া থেমে গেলে
আমি মিটিমিটি তারা রাত্তিরির কোলে ।
আমার কবর পাশে কেঁদো’না অঝোরে
আমি তো ওখানে নেই; যাইনি যে মরে ।


উৎসর্গঃ শামীমা আরা নার্গিস


(মূলঃ Mary Elizabeth Frey)