সেই মেয়েটির গল্প বলি একা একা;
দেখতে যেন পরীর মতো ছবি আঁকা।
নিখুঁত গড়ন, চাঁদের বরণ, মুখে হাসি
সেই মেয়েটি; লাজুক হাসি ভালোবাসি।
সেই মেয়েটি ডানা মেলে মেঘের দেশে
উড়ে বেড়ায় নীল আকাশে মেঘে ভেসে।
সেই মেয়েটি খেলা করে চাঁদনি রাতে
আবার- চাঁদ হয়ে যায়; চাইলে ছুঁতে।
সেই মেয়েটি একা থাকে হৃদয় কোণে
স্বপ্ন দেখায়; ভালোবাসার স্বপ্ন বুনে।
সেই মেয়েটি চিরচেনা নিখুঁত ছবি
ভোরে ফোটা প্রথম আলো, প্রথম রবি।
সেই মেয়েটি; নাই তুলনা নিরূপমা
সেই মেয়েটি; সে' যে আমার প্রিয়তমা।


২৫০৩২০১৬
প্রফেসর'স লজ।