শপথ তোমার নামে, শপথ শুচির;
একটা জীবন আমার এক পৃথিবীর।
তার আধেক তুমি শপথ যাহিন!
অনুভূতি পুরোটাই তোমার অধীন।
জমা নেই কোন কিছু পর-জনমের
দিয়েছি উজাড় করে নিতল আখের।
কেউ কবু হতে পারে তুমি-ভাগীদার?
শপথ, শপথ যাহিন- কেউ নেই আর।
এই নাও- লেখনীর সাথে দুই-হাত,
মুছে দিতে চাই আজ দূরত্বের রাত।
শিরোনামে যত ভুল যত অপরাধ,
মাথা পেতে মেনে নেব তত ফরিয়াদ।
তুমি ঘিরে ঘুরছে’গো আমার জগৎ,
শপথ তোমার নামে, শুচির শপথ।


২৬০৮২০১৫
টিলাগড়।