শুধু তোমাকে দেখার জন্যই
কনকনে শীতে কুয়াশার ভিতর
সপ্তাহের তিনদিন সাড়ে সাতটায়
চপল স্যারের পড়ার টেবিলে
তোমার মুখোমুখি হাজিরা দিতাম।
তোমাকে দেখার জন্যই এভাবে
মাধ্যমিক পরীক্ষার প্রতিদিন
তিন ঘণ্টার পরীক্ষা শেষে
তোমার হলে ছুটে আসতাম।
তোমাকে দেখার জন্যই পায়ে হেটেছি-
সাত মাইলেরও বেশি পথ।


তোমাকে কাছ থেকে দেখার জন্যই
তোমার কলেজে ভর্তি হয়েছিলাম।
রোজ কলেজের রাস্তায়
অপেক্ষায় থেকে, ক্লাস ফাঁকি দিয়ে
ঘুরে বেড়ানোর খুব শখ হতো
আমার; তোমার এবং তোমাদের সাথে।
সুজিত স্যারের বাসায় যেদিন
প্রথম তুমি আমার পাশে বসেছিলে
আমার বিশ্বাসই হচ্ছিলো'না!


শুধু তোমাকে দেখার জন্যই
শামীম স্যার থেকে তারেক স্যার
পরিমল স্যার থেকে কানু স্যার
তপন স্যার থেকে সুজিত স্যার
দ্বীনি সিনিয়র থেকে কাজীর পয়েন্ট
বিহারী পয়েন্ট থেকে দেওয়ানবাড়ি
আলীপাড়া থেকে কলেজের দূরত্ব-
মাত্র তিন মিনিটে বেঁধে দিয়েছিলাম।


শুধু তোমাকে দেখার জন্যই
রিভারভিউ, পাবলিক লাইব্রেরী,
দুর্গাবাড়ি, নতুনপাড়া,
ষোলঘর, মোহাম্মদপুর,
হাছন নগর, কলেজ-রোড,
পুরোটা সুনামগঞ্জ আমার করেছিলাম।


যেন- সারাটা জ্যোৎস্নার শহর জুড়ে  
আমি শুধু তোমাকেই দেখতে পাই।


০১০৫২০১৫
টিলাগড়।