কতকাল পরে আজ লিখছি তোমাকে
হয়’তো ভালোই আছো সোহাগের শোকে !
দেখো তুমি পাশে নেই, তবু কতো কাছে
হাসি কাঁদি কথা বলি ছবিতার কাচে;
ক্ষণিকা সে’ ক্ষণপ্রেমে গড়েছি বলয়
ভালোবেসে উষ্ণ আজো শীতের হৃদয়।
রাগ অভিমান প্রেম একলা আমার
ওসবে ছুঁবে’না তোমায় কখনো আবার !
কবেই’তো মরে গেছি তোমার ভুবনে
বেঁচে থাক কবিতারা মধুর মিলনে-
যেই শিমুলের তলে রোজ দেখা হতো
শীত এলে ঝরে পাতা, ঝরে ব্যথা যত;
তুমিও’তো তুমি নেই, পরের ঘরণী
একা রয়ে গেলো তাই- আমার ধরণী !


০৩১১২০১৫
টিলাগড়।