কোন এক যুগ পেরিয়ে একটা কোমল ঘ্রাণ
কেবল মাত্র ঘ্রাণ নয় সুঘ্রাণ,
এক যুগ খানেক আগে এক সতেজতার ঘ্রাণ পেয়েছিলাম
তবে এখন তার ঘ্রাণ শুকিয়ে তা সুঘ্রাণ হয়ে ধরা দেয়
ডায়েরির পাতার আনাচে-কানাচ।
এই  ঘ্রাণে শুধুই ঘ্রাণ নয় বরং,
এক যুগ আগের না পাওয়া ভালোবাসা বিরাজমান।
এক যুগ পরেও ডায়েরি খুললেই দেখা মেলে যত্ন করে তুলে রাখা এই সুঘ্রাণ এর,
বছর পেরিয়ে যায়, তবুও অযত্নেই পড়ে রয় পুরনো ডায়েরির আনাচে-কানাচে।
ঠিক যেভাবে অযত্নেই বেড়ে ওঠে ফুল থেকে ভুল হয়ে ওঠা প্রাপ্তিহীন ভালোবাসা,
তবে এ যেনো এক গল্প ভালোবাসার, যাতে প্রাপ্তিহীনতার গল্প লেখা
এ যেন এক গল্প যাতে লেখা সজিব সতেজতার ঘ্রাণ নিয়ে
বেড়ে ওঠা এক গোলাপের।
পরিশেষে যার আশ্রয় মেলে প্রেমিকার ডায়েরির পাতার ভাঁজে কিংবা,
প্রতিশ্রুতি বদ্ধ কথার ছলে।
এ যেনো এক শুকনো গোলাপ,
তবে তা সুঘ্রাণময়ে আবদ্ধ এক শুকনো গোলাপ।