অন্ধকার আছে বলেই আমরা আলোর সন্ধান করি
কষ্ট আছে বলেই সুখের আশায় ছুটে চলি
নিদ্রা আসে বলেই জাগ্রত হওয়ার সাহস পাই
ভুল পথে চলি বলেই সঠিক পথের সন্ধান পাই
ভুলে যায় বলেই স্বরন রাখার চেষ্টা করি


ভুল করি বলেই নতুন নতুন আবিষ্কারের স্বাদ পাই
ব্যর্থ হই বলেই সাফল্যের দিকে চেয়ে থাকি
কোন কিছু অর্জনই যেন একটা নেশা


পাওয়ার আকাংখাই যেন সীমাহীন পথে চলার সঙ্গী
সে সঙ্গীই একসময় পৌছে দেয় অধরার কাছে
অধরা ধরা দিবে বলেই আমাদের ছুটে চলা


এসব কিছুই যেন আপেক্ষিকতার মায়া জালে আবদ্ধ
একটার সাপেক্ষে অন্যটা গতিশীল
যেন নিজেকে অন্যের মাঝে হারিয়ে ছুটে চলা


দুটি বিপরীত মেরুর চৌম্বকের মাঝে যে আকর্ষন
এ আকর্ষন মহাবিশ্বের প্রতিটি পরতে পরতে বিদ্যমান


এ যেন নিজস্বত্ত্বা বিসর্জন করে পরস্বত্ত্বা অর্জনের ব্যাকুলতা।