ভাবনার অন্তরালে তুমি
               ইসলামুল হক


যখনই দিগন্তের দিকে চেয়ে ভেবেছি
খুজে পেয়েছি তোমাকে
সে ভাবনার অন্তরালে


আমি চেয়েছি তোমার মনের সমুদ্রে ছুটে চলতে
একটা রঙিন পালতোলা নৌকা নিয়ে
ঢেউয়ের তালে তালে সমুদ্রের অসীম সীমায়


যখনই চেয়েছি তোমার ঐ মায়াবী নয়নের দিকে
নিজেকে হারিয়ে ফেলেছি সে নয়ন সমুদ্রে
জানিনা সেটা কতটুকু সময়ের জন্য
হইত হবে কয়েক মিলি সেকেন্ডের মত
তবু যেন মনে হয়
সে সময়টা কত দীর্ঘ
হইতবা ঘড়ির কাটায় থেমে ছিল


আচ্ছা তুমি হাসলে কেমন লাগে ?
রাগ করলেই বা কেমন লাগে ?
আর কাঁদলে যে খুব খারাপ লাগবে তা বলব না


আমি চাইনা সে সমুদ্র
যে সমুদ্রে জোয়ার আসে
আর ভাটার টানে সব টেনে নিয়ে যায়
আমি কখনো চায়না সে বৃষ্টিতে অবগাহন করতে
যে বৃষ্টি তোমার দু-নয়নে ঝরে পড়ে।