কিভাবে লিখবো সেটাও বুঝতে পারছি না
হইতো তুমি জীবনে আসনি বলে,
আমিও দেখি কতদিন না লিখে থাকতে পারি,
আমার কলমের কালিও আজ থেমে আছে
এ প্রতীক্ষা যেন শুধু তোমারই জন্য।


হইতো তোমার অপেক্ষাই কোন কবি তার কবিতা লিখতে পারছে না,
হইতো কোন শিল্পী রং তুলি নিয়ে বসে আছে,
শুধু  তুমি আসবে বলে-----
আকাশে ঘন মেঘ করেছে বৃষ্টি হচ্ছে না
হইতো তুমি সেই বৃষ্টিতে ভিজবে বলে
এসবই হচ্ছে না শুধু তুমি আসবে বলে
এ অপেক্ষা শুধু তোমারই জন্য।


পথিক পথে চলতে থাকে
এক সময় ঠিক তার গন্তব্যে পৌছে যায়,
কিন্তু আমার এ প্রতীক্ষার শেষ কবে
এ প্রতীক্ষা শুধু তোমারই জন্য।


তোমাকে আমি কল্পনাতেও কল্পনা করতে পারি না
তোমাকে প্রকৃতির অপরূপ সৌন্দর্যেও খুজে পাই না
এমনকি ঘুম বিভর স্বপ্নেও দেখতে পারি না
এ খোজার শেষ হবে
কেবলি আমার প্রতীক্ষার ইতি যেদিন হবে ।