জাগরণ


জীবনের অববাহিকায় উত্তাল তরঙ্গমালায়
হারিয়ে -খুঁজে ফিরছি সেই মুক্তামালা।
সাহিত্যের মহা সমুদ্রে এক ক্ষুদ্রকণা।


জীবশ্ম জ্বালানির ন্যায় জ্বলে পুড়ে
বাঁচিয়ে রাখি সভ্যতায়-নিজস্বতা,
কলন্তরের শেষ বিকেলেও হারাতে চাই না।
আমার স্বকীয়াতা।


ভূ-মন্ডলে আছড়ে পড়া শিলার ন্যায়
আসতে চাই সাহিত্যের পাতায় পাতায়।
হোক না তা দীর্ঘ সূত্রতায় -
কালের পরিক্রমায়।


বৈশাখী ঝঞ্ঝা বায়ুর ন্যায়
মুষড়ে দিয়ে জাগরণ দিবো -
সাহিত্যের ক্ষুদ্র কণায়,
কারো দয়ায় নয় -নিজ যোগ্যতায়।


স্পর্শকাতরতার শেষ প্রান্তে ছুড়ে দেবো
কালির আঘাত!
নিরবতায় ছেঁদ পড়ে গাইবে জাগরণী জয়গান,
বিপরিতে মোর ক্ষোভ আর অভিমান!


তাং ১৯-১১-২০১৬ ইং