আমার স্বপ্ন তুমি!
মুছে ফেলো আবেগী অলসতা
এখন দু'চোখ ডলে নাও।
এই যে ভরা রাত দুপুর!
এতটা আঁধার আর কি ভালোলাগে?
এতটা কালমেঘ আয়েশি হয়েছে বাংলার ভাগ্যাকাশে!
ষড়যন্ত্রের উর্মিমালা বইছে দেশে দেশে!
রাক্ষুসে  সাম্রাজ্যবাদ এখন বাংলার পানে আগতপ্রায়!
এসো চোখ দু'টো ডলে দেই।
এসো এ কৌশলী আগ্রাসনের বিরুদ্ধে জ্বলে উঠি বহ্নিসখার ন্যায়-আর আরোও একটা মনস্তাত্ত্বিক হিরোশিমার বিস্ফোরণ ঘটাই।
এসো রাম শীতা, তসবী আর প্যাগোডা ছেড়ে!
এসো ঐক্যের মত গড়ি।
এসো রক্তাক্ত অন্তরে করি দ্রোহের চাষাবাদ!
আর সীমান্তের কাটাতারের বদলে দেয়াল তুলি হাতে হাত রেখে।
এসো কবজিবদ্ধ হয়ে আবিষ্কার করি পরাশক্তির বিনাশী মিশাইল!
যার রণহুংকারে ওদের অন্তরাত্মায়
ধড়মড়ানি শুরু হবে!
এসো ফেলানির মেহদী রাঙানো হাতে হাত রাখি,
আর বুলেট বিদ্ধ হয়ে ভাসতে থাকা বালুচরে ছড়িয়ে পড়ি।
এসো আবেগী চাষাবাদ ছেড়ে বাস্তবতায়, এসো ফেসবুকে টুইটুম্বুর পোস্ট ছেড়ে উত্তাপ্ত রাজপথে।
এসো ঐক্যের বহ্নিশিখা ছড়িয়ে দেই বাংলার প্রান্তর জুড়ে!
এসো প্রেমিকার স্তন ছোঁয়া ছেড়ে হাতে ঐক্যের পতাকা তুলে নেই-
আর সভ্যতার আশীর্বাদে পকেট ভর্তি করি।
এসো রংবাজি ছেড়ে মানবতার পথে।