পচা লাশ, লাশের বিশ্রী গন্ধ
চারিদিকে শিয়ালের হাকডাক
হয়তো এখনি ছিড়ে খাবে শকুনের পাল
এখনি হয়তো আমার দেহ হবে শতধা বিচ্ছিন্ন
এর থেকে আমাকে ভুলে যাও,
আমার অস্তিত্ব মেনে নেওয়ার কোন প্রশ্ন নেই___
তুমি কি শুধুই তুমি!
আমার এ গন্ধ হয়তো আর পাবেনা
তবুও শতবুদ্ধি খুঁজে তোমার লাভ নেই।
নোংরা ছ্যাঁতছেতে আবর্জনার এই ভাগাড়ে
তোমার মিশে থাকার কোন প্রয়োজন দেখিনা
তুমি পাপিষ্ঠ গরাদ ছেড়ে বেরিয়ে যাও______
নাম না জানা সবাই তোমার ভাইবোন;
ওদের মাথায় হাত বোলাও-
মুক্তির স্বাধ এতো তেতো হয়না,
তুমি ভুলে যাও আমাকে,আমার স্বত্বার
প্রতিটি কণা ভুলে যাও।
জলপাই রঙের বিবর্ণ স্মৃতি আমি_____
অথবা স্টোর রুমের বিবর্ণ আস্তরণ।